হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৬২৭ জন।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু সোমবার গণমাধ্যমকে জানান, খসড়া তালিকায় নতুন অন্তর্ভুক্ত ১৪ লাখ ৯৭ হাজার ৬৭২ ভোটারের মধ্যে পুরুষ ৯ লাখ ২৮ হাজার ১২ জন এবং মহিলা ৫ লাখ ৯৪ হাজার ৮৬০ জন।
তিনি বলেন, চলমান ভোটার তালিকা হালনাগাদে মোট ৩ লাখ ৭১ হাজার ১৭ জন ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এছাড়া গত বছরের হালনাগাদের সময় যেসব নাগরিকের তথ্য অগ্রিম সংগ্রহ করা হয়েছিল তাদের মধ্যে যারা ইতোমধ্যে ভোটার হওয়ার যোগ্য হয়েছেন তাদেরকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ধরনের ভোটারের সংখ্যা ১১ লাখ ২৬ হাজার ৬৫৫ জন।
সারাদেশে বিদ্যমান ভোটার সংখ্যা ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন বলে তিনি জানান।