রাজধানীর গুলশান-১ ডিসিসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর জানা যায়নি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পলাশ মোদক বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ১৭টি ইউনিট পাঠানো হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের আর্তনাদ আহাজারিতে বাতাস ভারী হয়ে পড়েছে গুলশান-১ এর ডিসিসি মার্কেটের পরিবেশ।
আগুনের খবরে ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে মার্কেট চত্বরে আসা শুরু করেন। চোখের সামনে জীবনের সঞ্চয় পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন অনেকে।
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল