আট ঘণ্টা চেষ্টা করেও নিয়ন্ত্রণে আনা যায়নি রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের আগুন। ধসে পড়েছে মার্কেটের একাংশ। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও কতক্ষণে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, তা বলতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।
অগ্নিকাণ্ডে কারও মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কেউ কেউ নাশকতার সন্দেহের কথা বললেও মেয়রের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকেই ওই মার্কেটে আগুন লেগেছে।
প্রথমে আগুনের সূত্রপাত হয় মার্কেটের পূর্ব দিকে। পরে তা অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত আড়াইটার দিকে কাজ শুরু করে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসাররা।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পানির স্বল্পতার কারণে তাদের বেড় পেতে হচ্ছে। পেছনের লেক থেকে পানি এনে কাজ চালাচ্ছেন তারা।