রাজধানীর গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ধসে পড়েছে মার্কেটের একাংশ। এছাড়া মার্কেটের কয়েকশ' দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করলেও কতক্ষণে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে, তা বলতে পারেননি অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা।
ডিসিসি মার্কেটের দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি এসএম খায়রুল আলম বলেন, গভীর রাতে হঠাৎ আগুন লাগায় কয়েকশ' কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।
এদিকে বৈদ্যুতিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
আজ সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ধারণার কথা জানান।
মেয়র বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে আগুন ইলেকট্রিসিটি থেকেই লেগেছে। এখানে এতো বেশি ফ্লেমেবল প্রোডাক্ট ছিল যে আগুন দ্রুত ছড়িয়ে গেছে।
সোমবার দিবাগত রাত আড়াইটায় আগুনের সূত্রপাত হয়।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম