রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ওই মার্কেটের পাশের কাঁচাবাজারের কসাইখানা থেকে হয়েছে বলে জানিয়েছেন কেউ কেউ। তবে কিভাবে এ আগুনের সূত্রপাত হয়েছে তা নির্দিষ্ট করে জানাতে পারেননি কেউ।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে লাগা এ অগ্নিকাণ্ড নেভাতে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট চেষ্টা করেও এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ইতোমধ্যে মার্কেটের একাংশ ধসে পড়েছে। এছাড়া আগুনে কয়েকশ' দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে আগুনের ছোট ছোট কুণ্ডলী উড়তে দেখা যাচ্ছে।
মার্কেটের কর্মচারী নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, 'সোমবার রাত ২টার দিকে আমি কসাইখানায় প্রথম আগুন দেখতে পাই। ওই সময় আমি মার্কেটের বাইরে ছিলাম। তারপর আমরা কয়েকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।'
তবে কিভাবে আগুন লেগেছে এ নিয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।
এদিকে বৈদ্যুতিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ ধারণার কথা জানান।
মেয়র বলেন, এখন পর্যন্ত মনে হচ্ছে আগুন ইলেকট্রিসিটি থেকেই লেগেছে। এখানে এতো বেশি ফ্লেমেবল প্রোডাক্ট ছিল যে আগুন দ্রুত ছড়িয়ে গেছে।
তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেন, দাহ্য পদার্থ ছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। কাঁচা বাজার অংশ এখন পুড়ছে। কেন আগুনের এই ঘটনা তা তদন্ত করে দেখা যেতে পারে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম