পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পানিস্বল্পতার কারণে গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে দেরি হচ্ছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
শহীদুল হক বলেন, এই মার্কেটে কাপড়ের দোকান, জুতাসহ দাহ্য বিভিন্ন পদার্থ থাকায় আগুন দ্রুত মার্কেটে ছড়িয়ে পড়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২২ ইউনিট কাজ করছে। যোগ দিয়েছে নৌবাহিনীর একটি ইউনিটও।
আইজিপি আরো জানান, আগুনের ঘটনাটি রাত সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘটনাটি জানানো হয়। তার পর থেকেই তিনি মনিটরিং করছেন।
বিডি প্রতিদিন/ ০৩ জানুয়ারি, ২০১৭/ সালাহ উদ্দীন