আগুন লাগার খবর পেয়ে প্রতিনিয়ত ছুঁটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। শুরুতেই টার্গেট থাকে আক্রান্ত মানুষকে বাঁচানো। কারণ মানুষের পাশে দাঁড়ানোই যে তাদের প্রথম কাজ। এরপর সেখানকার মালামাল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার অন্য রকম এক মহানুভবতার পরিচয় দিলেন এই বাহিনীর কিছু সদস্য।
সোমবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে ডিসিসি মার্কেটে ভয়াবহ আগুন লাগে। এতে পুড়ে গেছে শতাধিক দোকান। ভোরের দিকে মার্কেট ভবনের পূর্ব দিকের একটি অংশ ধসে পড়ে। পরে ধসে পড়া এই অংশ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে একটি জীবিত কুকুর। চাইলে তারা শ্বাপদ বর্গভুক্ত মাংশাসী এই স্তন্যপায়ী প্রাণীকে আগুনের সামনে ফেলে রাখতে পারতেন। কিন্তু সেটা না করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে কুকুরটিকে রক্ষা করে মহানুভবতার পরিচয় দিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিডি-প্রতিদিন/০৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব