রাজধানীর ভাটারা এলাকায় ট্রাক চাপায় সিরাজুল ইসলাম (২৭) নামে এক ঠেলাগাড়ি চালকের মৃত্যু হয়েছে। আজ ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায়। তার বাবার নাম শাহজাহান প্রামাণিক।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারা নতুন বাজার কোকাকোলার সামনে দিয়ে ঠেলগাড়ি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঠেলাগাড়ি চালক এবং তার সহকারি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৬টায় সিরাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল