রাজধানীর চিটাগাং রোডে মাহবুব (৩০) নামে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
মাহবুবের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বর উপজেলায়।
ওই ট্রাকের হেলপার সূত্রে জানা যায়, তারা ট্রাক চালিয়ে ঢাকায় আসছিলাম। চিটাগাং রোডের পাশে নিরালা পেট্রোল পাম্পে ট্রাক থামিয়ে চালক মাহবুব প্রাকৃতিক কাজ সারতে গেলে একদল দুর্বৃত্ত তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি, তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল