বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, একের পর এক যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর হচ্ছে, ঠিক তখনই কিছু কুচক্রী মহল সমাজে আতঙ্ক সৃষ্ট করতে চাচ্ছে। তারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায়।
তিনি বলেন, বাংলার জমিনে সন্ত্রাসী ও জঙ্গিদের স্থান নেই। তাই সরকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হবে।
বুধবার বিকালে পার্টির গাজীপুর মহানগর কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সন্ত্রাস, জঙ্গিবাদ ও গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার প্রতিবাদে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির গাজীপুর মহানগরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মো. শাহীন খাঁন। সভা পরিচালনা করেন জনাব মাও. এমদাদুল হক বকশী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. আজিজ খান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা মো. নুরুল ইসলাম, মাওলানা মো. শাহীন, মাওলানা মো. জালাল উদ্দিন, মাওলানা মো. আলাউদ্দিন, হাজী মো. সোলায়মান, হাজী মো. মুকুল শিকদার, মাওলানা মো. নাজমুল ইসলামসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব