সদ্য জাতীয়করণ হওয়া কলেজ শিক্ষকদের বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার বিরোধীতা করে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তাদের দাবি, ‘নো বিসিএস, নো ক্যাডার’। জাতীয়করণ হওয়া শিক্ষকদের নন ক্যাডারে অন্তর্ভুক্ত করে তাদের চাকরি শুধু ওই জাতীয়করণ হওয়া কলেজেই সীমাবদ্ধ রাখতে হবে। এ দাবিপূরণে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের সকল সরকারি কলেজে মানবন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার নগরীর চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, সিটি সরকারি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চট্টগ্রাম কলেজ ইউনিটের সভাপতি অধ্যাপক প্রদীপ চক্রবর্তী বলেন, সরকার প্রতিটি উপজেলায় একটি করে বেসরকারি কলেজকে সরকারি করার যে সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষার মানোন্নয়ন ও প্রসারে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের সাথে একমত বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। তবে জাতীয়করণ হওয়া কলেজের শিক্ষকদের গুণগত শিক্ষার মানরক্ষায় ক্যাডারভুক্ত করা যাবে না। জাতীয়করণ হওয়া শিক্ষকরা যদি সরাসরি ক্যাডারে অন্তর্ভুক্ত হন, তাহলে বিদ্যমান বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা জ্যেষ্ঠতা হারাবেন।
এক্ষেত্রে কলেজ জাতীয়করণ ইস্যুতে প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবি জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, ড. বিপ্লব গাঙ্গুলী, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক কামরুল আলম মঞ্জু, অধ্যাপক আনোয়ার মালেক, বেলাল হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন