জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য রাখার জন্য এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার ৫ জানুয়ারি আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়ার এক আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবীরা জানান, খালেদা জিয়া আইন ও আদালতের প্রতি সব সময় শ্রদ্ধাশীল । বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় তিনি আত্মপক্ষ সমর্থনের শুনানি করতে আদালতে পৌঁছাবেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে বৃহস্পতিবার মামলার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে। এছাড়া একই আদালদত অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন রয়েছে।