দুর্নীতির মামলায় ডাক বিভাগ ঢাকা নগরী উত্তর বিভাগের সাবেক অপারেটর (বাজেট শাখা) মানসুরুছ সামাদ চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৭ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক। বুধবার ঢাকা তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহম্মেদ জমাদ্দার এ রায় ঘোষণা করেন।
এ বিষয়ে আদালতে পেশকার আরিফুর ইসলাম সোহাগ সাংবাদিকদের জানান, দণ্ডপ্রাপ্ত আসামি মানসুরুছ সামাদ চৌধুরী মামলার শুরু থেকে পলাতক ছিলেন।
মামলার নথি সুত্রে জানা গেছে, ২০০০ সালের জুলাই হতে ২০০২ সালের ডিসেম্বর পর্যন্ত আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া বিল ভাউচার প্রস্তুত করে ঢাকার জিপিও হতে ৫ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৩১০ টাকা উত্তোলন করে আত্মসাৎ করে। এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিভাগের পোস্ট অফিস পরিদর্শক-২ আব্দুর রশীদ বাদী হয়ে রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন। পরে দুদকের উপ-সহকারী পরিচালক ফজলুল বারী ২০১১ সালের ১৩ অক্টোবর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব