কুমিল্লা নগরীতে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় একই ওড়নায় ফাঁস দিয়ে রিকশা চালক দম্পতি আত্মহত্যা করেছেন।
বুধবার সন্ধ্যায় নগরীর শাকতলা মধ্যপাড়া র্যাব অফিস এলাকার বাসা থেকে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
নিহত মোবারক হোসেন ও শারমিন আক্তার কুমিল্লা বরুড়া উপজেলার ঝলম দক্ষিণ এলাকার বাসিন্দা।
র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, ৪৪ দিন আগে দুই পরিবারের অমতে তারা বিয়ে করে। পরিবার বিয়ে মেনে না নেয়ায় তারা একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মেয়েটি স্থানীয় বিসিকে কারখানায় কাজ করতো।
বিডি-প্রতিদিন/০৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব