১০৫টি মোবাইলসহ নূর আলম (১৮) এবং মো. ইউসুফ (২৩) নামে দুইজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
বুধবার চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন এলাকায় একটি বস্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী জানান, নগরীর বিভিন্ন স্থান থেকে মোবাইল চুরি করে সেগুলো স্টেশন রোডে এনে তাদের নির্দিষ্ট গ্রাহকদের কাছে বিক্রি করে চোর চক্রটি। আটক দু’জন অন্য মোবাইল চোরদের কাছ থেকে মোবাইল কিনে বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থানের কথা জেনে অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।