রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় সড়ক দুর্ঘটনায় হাজেরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাজেরা বেগম ওই এলাকার বাকের ঢালীর স্ত্রী। তিনি যাত্রাবাড়ীতে একটি ক্লিনিকে চাকরি করতেন।
বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাজেরার ছেলে আমির হোসেন বলেন, মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, হাজেরা বেগমের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।