রাজধানীর মতিঝিলে ডব্লিও ডব্লিও টাওয়ারের সামনে অগ্রণী ব্যাংক ও এবি ব্যাংকের এটিএম বুথের মাঝখানে ময়লার ভাগাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশপাশের ভবনগুলোয় আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা রাস্তায় নেমে আসেন।
আজ বৃহস্পতিবার বিকাল পৌনে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘ্টনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দু'টি ইউনিট যোগ দেয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার পলাশ জানান, প্রথমে খবর আসে ২টা ৫৮ মিনিটে এবি ব্যাংকের এটিএম বুথে অাগুন লেগেছে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ইউনিট জানায়, এটিএম বুথে নয় ময়লার মধ্যে আগুন। আগুনের ভয়াবহতা বাড়লে আরও দু'টি ইউনিট যোগ দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/এস আহমেদ