দশম জাতীয় সংসদ নির্বাচনের ৩য় বছরপূর্তির দিন ৫ জানুয়ারিকে আওয়ামী লীগ ঘোষণা করেছিল গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে। আর বিএনপি দিনটিকে আখ্যা দিয়েছে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে। দিনটিকে ঘিরে দু’দলই দিয়েছিল দেশব্যাপী কর্মসূচি।
সিলেটে আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করতে পারলেও পুলিশী বাধায় পারেনি বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নগরীর আম্বরখানায় মিছিলের জন্য জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। জেলা সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর সভাপতি নাসিম হোসাইনের নেতৃত্বে মিছিল বের হওয়ার আগেই বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। পুলিশী বাধায় নেতাকর্মীরা মিছিল করতে না পেরে ফিরে যান।
তবে বৃহস্পতিবার বিকেল ৩টায় কোর্ট পয়েন্টে পূর্বনির্ধারিত সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।