রাজধানীর মিরপুরে বেড়িবাঁধ এলাকায় আজ বিকাল ৩ টার দিকে যাত্রীবাহী একটি লেগুনার ধাক্কায় মাহামুদ আলম ভুলু (৬০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মাহামুদ আলম ভুলু মিরপুর-১১ নম্বরে বিহারি ক্যাম্পে থাকতেন।
শাহ্ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামোক) হাসপাতলে নেওয়ার পর বিকেল ৫টায় দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার