বঙ্গোপসাগরের পতেঙ্গা-কাট্টলী অংশে অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে জেলা ও সামুদ্রিক মৎস্য দপ্তর।
বৃহস্পতিবার সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত কোস্ট গার্ডের সহায়তায় এ অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুর রহমান।
কামাল উদ্দিন চৌধুরী বলেন, অভিযানে ২ লাখ মিটার কারেন্ট জাল, চরঘেরা জাল, বিহিন্দি জাল জব্দ করা হয়েছে। জালগুলো মৎস্য বিভাগের সার্ভিলেন্স চেক পোস্টে রাখা হয়েছে। কয়েকদিন পর এগুলো পুড়িয়ে ফেলা হবে। তিনি বলেন, চট্টগ্রাম অঞ্চলে কারেন্ট জালের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। তবে আমাদের ধারণা ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী ও হাতিয়া এলাকায় নজরদারি বৃদ্ধির কারণে জেলেরা চট্টগ্রামমুখী হয়েছে।
প্রসঙ্গত, ১০ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির ছোট ইলিশ (জাটকা) আহরণ, বেচাকেনা, সংরক্ষণ, মজুদ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্যকারীদের দুই বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।