চট্টগ্রামের খুলশীতে পিকআপের ধাক্কায় মো. রাসেল (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বাঘঘোনা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম জানান, বাঘঘোনা মোড়ে দুপুর আড়াইটার দিকে পিকআপের ধাক্কায় গুরুতর আহত রাসেল নামের এক যুবককে পথচারীরা চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর খুলশী থানার একে খান স্টাফ কলোনিতে ভাড়া বাসায় থাকতো রাসেল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ