অগ্নিকাণ্ডের তিনদিন পরও সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়নি গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মার্কেটের আগুন। কাঁচাবাজারে ধসেপড়া ভবনের মূল অংশে এখনও আগুন জ্বলছে। ওই এলাকা এখনো ধোয়ায় ঢেকে আছে। আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, মার্কেটের একটি অংশে আগুন জ্বলছে। ওখান থেকে ধোয়া বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। সব জায়গায় পানি পৌঁছানো যাচ্ছে না। আমরা বুলডোজার দিয়ে কাজ করছি। যেন ছড়িয়ে পড়া আগুনকে একিভূত করতে পারি।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে অবস্থান করছে। তবে, ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ