রাজধানীর ইডেন কলেজের পেছনে আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চলন্ত লেগুনায় গুলির ঘটনা ঘটেছে। এতে কামাল হোসেন (৪০) নামে এক লেগুনার যাত্রী গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা তাকে গুলি করছে তা জানা যায়নি। গুলিস্থান থেকে লেগুনা করে নিউমার্কেটে যাওয়ার সময় আকস্মিকভাবে তার গায়ে গুলি এসে লাগে।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার