রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পাকা মার্কেটের দোকানপাট আংশিক চালু করা হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) বাদ জুমা দোয়া-মোনাজাতের মাধ্যমে দোকান চালু করেন ব্যবসায়ীরা।
ডিএনসিসি পাকা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি তালাল রিজভী জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর শুক্রবার অানুষ্ঠানিকভাবে দোকানপাট চালু করতে বলা হয়েছে। সিটি করপোরেশনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। মার্কেটে বর্তমানে বিদ্যুতের সংযোগ নেই। সিটি করপোরেশন দ্রুত সংযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে।
গত সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশান-১-এর ডিএনসিসি মার্কেটে আগুল লাগে। এতে মার্কেটের কাঁচাবাজার অংশটি ধসে যায়। পুড়ে গেছে পাকা মার্কেটের অনেক দোকান। আগুনে অন্তত ছয়শ’ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
নৌবাহিনীর ফায়ার ইউনিট ও দোকানদারদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট ১৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের তিন দিন পর গতকাল বৃহস্পতিবারও মার্কেটের একটি অংশে ধোঁয়া দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, দোকান খোলার পর মালপত্র গোছাতে ব্যস্ত ডিএনসিসি পাকা মার্কেটের দোকানিরা। দোকানের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের প্রস্তুতি নিচ্ছেন তারা। যেসব মালামাল অগ্নিকাণ্ডের সময় উদ্ধার করা সম্ভব হয়েছিল সেগুলো আবার দোকানে আনা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ