চট্টগ্রামে বাস চাপায় রাজু কান্তি নাথ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে হাটহাজারী উপজেলার মেডিকেল গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মীরের খীল এলাকার সুমন কান্তি নাথের ছেলে।
হাটহাজারী থানা পুলিশ জানায়, শনিবার দুপুরে সাইকেল চালিয়ে হাটহাজারী সদর থেকে বাড়ি যাচ্ছিল রাজু। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে হাটহাজারী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ৭ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৭