আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, 'জঙ্গিবাদের সাথে বিএনপি-জামায়াতের নিবিড় সম্পর্ক আছে। এজন্যই কোনো জঙ্গি বা সন্ত্রাসী মারা গেলে তাদের কষ্ট হয়।'
আজ শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
জামায়াতে ইসলাম ধর্মের কথা বলে অধর্মের কাজ করে উল্লেখ হানিফ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারা (জামায়াত) বারবার ধর্মকে ব্যবহার করেছে।
ধর্ম নিয়ে এ দেশে সবসময়ই মিথ্যাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগকে বলা হয় ইসলামবিরোধী দল। অথচ ইসলামের প্রচার-প্রসারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে বেশি অবদান রেখেছেন। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, টঙ্গিতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা প্রদান, কাকরাইলের মসজিদ নির্মাণের ব্যবস্থাসহ ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
ইসলামিক ফাউন্ডেশনকে আরও বেশি করে গবেষণাধর্মী কাজ করার আহ্বান জানান হানিফ।
অনুষ্ঠানের শুরুতে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র অতিথিদের উপস্থিতিতে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।
এসময় অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সিরাজ উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের পরিচালক, উপ-পরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের ই-ফাইলিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম