জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ছাত্রলীগের প্রতিটা ছেলেই আমাদের সম্পদ। আমাদের শক্তি। আমাদের মেধা। আমাদের চিন্তা। ছাত্রলীগ হলো রাজনীতির হাতেখরি এবং এখান থেকে প্রশিক্ষণ নেয়া।’
আজ শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ আয়োজিত এক ছাত্র সমাবশে তিনি এসব কথা বলেন।
নিজের ছাত্র রাজনীতির স্মৃতিচারণ করে সৈয়দ আশরাফ বলেন, আমি এই বৃহত্তর ময়মনসিংহে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। রাজনীতির হাতেখরি তৈরি হয় এই ছাত্রলীগ থেকেই। ছাত্রলীগ থেকেই প্রাথমিক প্রশিক্ষণ নেই। আমি আওয়ামী লীগের দুই দুইবার সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। তারপরও আমার স্মরণ থাকে আমার প্রিয় সংগঠন আপনাদের প্রিয় সংগঠন ছাত্রলীগের কথা।
তিনি বলেন, আজকেও নতুন নতুন জাতীয় নেতা তৈরি হচ্ছে এই ছাত্রলীগ থেকে। এই ছাত্রলীগ শুধু আওয়ামী লীগেরই না জাতির সম্পদ।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, গফরগাঁও-১০-আসনের এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, নান্দাইল-৯- আসনের এমপি আনোয়ারুল আবেদীন তুহিন, ভালুকা-১১-আসনের এমপি অধ্যাপক ডা. এম আমানউল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ।
এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম