রাজধানীর মোহাম্মদপুরে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক তরুণের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানা পুলিশ রবিবার বেলা ১১টা নাগাদ স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, "মোহাম্মদপুর ঢাকা মেট্রো হাউজিংয়ের নর্দমার স্তুপ থেকে স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে তরুণের মরদেহটি উদ্ধার করা হয়।"
তিনি আরও বলেন, " ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাকে হত্যার পর তার মরদেহটি ওইখানে ফেলে রাখে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।"
বিডি-প্রতিদিন/ ৮ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৯