বিভিন্ন প্রটোকলে দায়িত্বে থাকা গানম্যানরা বাচ্চা স্কুলে নেয়া, ছাতা ধরা এমনকি বাড়ির বাজার করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মীনা।
রবিবার জেলা আইন-শৃঙ্খলা কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় এতে উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র, বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
বৈঠকে গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে অনুষ্ঠান নিয়ন্ত্রণ এবং মাদক নিয়ন্ত্রণ করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন জনপ্রতিধিরা। এসব দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, ‘যারা গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে অনুষ্ঠান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। একই সাথে মাদক নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হবে।’
পুলিশে জনবল সংকটের থাকা জানিয়ে পুলিশ সুপার বলেন, গাইবান্ধা-১ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন নিহত হওয়ার পর এমপি পর্যায়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলা পর্যায়ে এমন ঘটনা ঘটলে সে পর্যায়েও নিরাপত্তা জোরদার করা হবে। জনবল সংকট থাকার পরও নিরাপত্তার স্বার্থে সব কিছুই আমাদের করতে হবে।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব