মোবাইল ফোন রিচার্জে হাজারে ২৭ টাকার পরিবর্তে ১০০ টাকা কমিশনের দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা রিচার্জ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন।
রবিবার সকালে রাজশাহীর একটি রেস্টুরেন্টে জেলার মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আয়োজিত পূর্নমিলনী সভায় সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলু এ ঘোষণা দেন।
সংগঠনের রাজশাহী শাখার সহ-সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি। উপস্থিত ছিলেন রিচার্জ ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম খান, আপন হোসেন মানিক, সাইফুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও অপারেটর কোম্পানিগুলো তাদের দাবি মানছে না। এ কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব