দুলাভাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শ্যালক রাশেদ খানের (১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
এদিন বিকেলে পুলিশ জানায়, গত ২ জানুয়ারি থেকে রাশেদকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে তার স্বজনরা মোহাম্মদপুর থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের বিষয়ে স্বজনদের সন্দেহ হয় রাহাতকে। পরে শনিবার (০৭ জানুয়ারি) রাহাতকে আটক করে পুলিশ। আটকের পর রাহাতের দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
রাশেদের স্বজনরা জানান, ওমান যাওয়ার জন্য রাশেদ তার মামাতো বোনের স্বামী রাহাতকে সাড়ে ৩ লাখ টাকা দেয়। টাকা নিয়েও বিদেশ না পাঠানোর কারণে রাহাতের সঙ্গে রাশেদের মনমালিন্য হয়। গত ২ জানুয়ারি থেকে রাশেদকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। আজ তার লাশ পাওয়া গেল।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ