রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
রবিবার গভীর রাতে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মিরপুর থানার এসআই ইদ্রিস আলী।
তিনি বলেন, ‘ঘটনার সময় শিশু একাই তাদের পাইকপাড়ার বাসায় ছিল। পাশের বাসার নিরাপত্তাপ্রহরী আব্দুল জলিল তাকে ফুসলিয়ে ডেকে একটি ঘরে নিয়ে যায়। পরে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে।
এসআই ইদ্রিস আরও বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জলিলকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব