গাজীপুরের ট্রেন-প্রাইভটেকার সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। কমিটিকে আগামী ১৩ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার সকালে একথা জানান বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার।
এর আগে, রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার রেলক্রসিংয়ে প্রাইভেটকার ও মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ পাঁচ যাত্রী নিহত হন।
অসীম কুমার তালুকদা বলেন, ঘটনা তদন্তের জন্য পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও মেডিকেল অফিসার পরিতোষ চক্রবর্তী।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৭/মাহবুব