রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের ১৯তলা বসতি হরিজন বসতি ভবনটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার দুপুরে ২টা ৪০ মিনিটে ভবনটিতে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের সর্বমোট ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এখনও ভবনের ভেতরে কোথাও আগুন আছে কিনা ফায়ার সার্ভিস কর্মীরা তা পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন, "আগুন বর্তমানে নিয়ন্ত্রেণে রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা তা অনুসন্ধান করছেন।"
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডেপুটি অ্যাসিসট্যান্ট ডিরেক্টর সালেহ উদ্দীন বলেন, "ভবনের দ্বিতীয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে ওই তলার লোকজনকে উপরের তলায় নিয়ে যান। তারা এখন নিরাপদে আছে। আমরা আরও খুঁজে দেখছি সেখানে আর কেউ আছে কিনা।"
ভিডিওটি ফেসবুক থেকে সংগৃহীত
বিডি-প্রতিদিন/ ৯ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২১