রাজধানীতে গুলিস্তানে আজ সকালে দুলাভাই-শ্যালকসহ তিনজন অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মালামাল খুইয়েছেন। ক্ষতিগ্রস্থরা হলেন, মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার উপজেলার টেংরারচর গ্রামের মো. ফারুক (৩৫), তার শ্যালক জামাল হোসেন (২৮) ও ভায়রা মো. সবুজ (৩০)।
জানা যায়, আজ সকালে ফারুক মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এ সময় তাকে আনতে যান সবুজ ও জামাল। এরপর তিনজন বাসে ওঠে গুলিস্তানের উদ্দেশে। এরই মধ্যে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে তারা। পরে বাস থেকে তাদের গুলিস্তানে নামিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার