রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা। সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং এসডিজি অর্জন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এ মেলায়। সোমবার সকালে রাজশাহী কলেজ মাঠে মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন, বেগম আকতার জাহান, রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমান, পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভুইয়া প্রমুখ।
আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মেলায় ৭৩টি স্টল স্থান পেয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ