রাজধানীর পশ্চিম যাত্রাবাড়ীতে আজ বিকাল ৪ টার দিকে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। এ ঘটনায় অভিযুক্ত ধলাই হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার পর শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার