চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন একটি বাড়ির দোতলার ছাদ থেকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পা পিছলে পড়ে বিবি কমলা (১১) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির পিতা মো. কামাল মিয়া জানান, বিবি কমলা দোতলার ছাদে খেলছিল। এ সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার