চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় পৃথক স্থানে গলায় ফাঁস নিয়ে দু'জন আত্মহত্যা করেছেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
রাতে বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া জানান, দুপুর পৌনে ১২টার দিকে চান্দগাঁও মাজার গেট এলাকার শাকেরা ভবনের বাসিন্দা জসিম উদ্দিনের ছেলে নওশীন আকতারকে (১৮) জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
একই থানার মোহরা এলাকা থেকে শিবু মহাজনের স্ত্রী বেবী মহাজনকে (৪৯) জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তিনিও নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৭/হিমেল