সাংবাদিক নাজমুল হুদাকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের ভালুকার সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতারা।
নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক এম.এ. মালেক খান উজ্জল, সাংবাদিক সমিতি ভালুকা শাখার সভাপতি রফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সুরভী সাংস্কৃতিক সংস্থার সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি এস.এম. শাহজাহান সেলিম, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাঠক ফোরাম 'বন্ধু প্রতিদিন' ভালুকা শাখার আহবায়ক ও ভালুকা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান সুমন, সাপ্তাহিক অালোর ছোঁয়া পত্রিকার সম্পাদক খলিলুর রহমান, কালের কন্ঠের প্রতিনিধি মোখলেছুর রহমান মনির, এনটিভির প্রতিনিধি আলমগীর হোসেন, অারটিভির প্রতিনিধি ফিরোজ খান, সংবাদের প্রতিনিধি আতাউর রহমান তরফদার, জনকণ্ঠের প্রতিনিধি কামরুল এহসার চন্দন, ইনকিলাবের প্রতিনিধি মোবাশ্যারুল ইসলাম সবুজ, নয়া দিগন্তের প্রতিনিধি আসাদুজ্জামান ফজলু, ভালুকা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, সুরবীণা সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আমাদের সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম খান, এশিয়ান টিভির প্রতিনিধি আক্কাছ আলী, মানবকণ্ঠের প্রতিনিধি শফিকুল ইসলাম সবুজ, ভোরের পাতার প্রতিনিধি আওলাদ হোসেন রুবেল।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা