ঘন কুয়াশার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।
রবিবার সকাল ৭টার পর থেকে কোনো ফ্লাইট বিমানবন্দর থেকে উড্ডয়ন করতে পারেনি বলে জানিয়েছেন সিভিল এভিয়েশনের ডিউটি অফিসার ফরিদউদ্দিন আহমেদ। তিনি বলেন, কুয়াশা কেটে গেলে যথারীতি ফ্লাইট চালু হবে।
এর আগে, ২৯ নভেম্বর একই কারণে সকাল ১১টা পর্যন্ত ঢাকায় বন্ধ ছিল বিমান চলাচল।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/মাহবুব