সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজটের জন্য কিছুই করার নেই। মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতে হবে। যাত্রীসেবার মানোন্নয়নসহ হয়রানিমুক্ত পরিবহন সেবার কাজ চলছে। বাস সংকট ব্যাপক। এ কারণে ৬০০ বাস আমদানির প্রক্রিয়া চলছে।শিগগিরই টেন্ডার হবে।
রবিবার সকালে রাজধানীর গাবতলীতে বিআরটিসি বাস ডিপো ও যাত্রীসেবা অ্যাপ 'কতদূর'-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কারচুপির পুরনো ভাঙা রেকর্ড বাজাবেন না। রসিক নির্বাচন নিয়ে বিএনপি তাদের পুরনো অভ্যাস চর্চা করছে। আগের নির্বাচনের মত ফলাফলের আগ পর্যন্ত তারা ঢোল বাজাচ্ছে, কারচুপি হয়েছে। সব নির্বাচনের আগে তারা এসব ভাঙা রেকর্ড বাজায়। এটা (কারচুপির অভিযোগ) করে তারা নির্বাচনে হেরে যাওয়ার আগে আরেকবার হারে।
বিএনপির অভিযোগের কোনো বাস্তবতা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে রকম নির্বাচন নারায়ণগঞ্জ, কুমিল্লায় হয়েছে একইভাবে রংপুরেও অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা