বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার থেকে সিলেটে শুরু হচ্ছে যুব গেমস।
বেলা আড়াইটায় সিলেট জেলা স্টেডিয়ামে গেমসের উদ্বোধন করবেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেব।
এদিকে, যুব গেমসকে স্বাগত জানিয়ে গতকাল রবিবার সিলেট জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন