জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এর উত্তর এখন দিতে পারব না। রংপুরের নির্বাচন হওয়ার পর অনেক কিছু বোঝা যাবে। এখন এসব সিদ্ধান্তের সময় আসেনি। আরও কয়েক মাস পর আমরা সিদ্ধান্ত নেব কি করা যায়।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের সাথে জোটগত ভাবে থাকবেন কিনা? জানতে চাইলে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোর'কে এই কথা জানান এরশাদ।
সোমবার সকালের একটি ফ্লাইটে রংপুরে যান এরশাদ। মূলত ভোট দেওয়ার জন্যই তার এই রংপুর যাত্রা। আগামী তিন দিন তিনি সেখানেই অব্স্থান করবেন।
এরশাদ আরও বলেন, রংপুরে আমরা জয়লাভ করবো। এতে করে জাতীয় নির্বাচনে সুফল পাবে জাতীয় পার্টি। রংপুরের এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ব্যাপারে তিনি বলেন, সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হয়তো সম্ভব হবে না। তবে বেছে বেছে গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী দেওয়া হবে।
বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/আরাফাত