রাজধানীর মালিবাগের আবুল হোটেলের পাশে একটি গার্মেন্টসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছেন, সোমবার বিকেল ৪টার দিকে ওই গোডাউনে আগুন লাগে।
তিনি আরও জানান, ‘আবুল হোটেলের পাশের একটি গার্মেন্টসের গুদাম ঘরে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও পরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।’
বিডি প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান