বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে একাত্তরের ১৭ ডিসেম্বর নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করলো শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের প্রথমপর্বে রবিবার বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধাদের আজিমপুরের নতুন কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন এবং দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৬টায় রাজধানীর বিয়াম মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের পূর্ণমিলনী, সংবর্ধনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শব্দসৈনিক কামাল লোহানী, ঢাকায় ভারতীয় হাই কমিশনের সচিব (শিক্ষা) জিষ্ণু প্রসন্ন মুখার্জী ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমানসহ ১৭ ডিসেম্বর শহীদ হওয়া ১১টি শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শহীদ মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জিএম পাইকার। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষক মুহাম্মদ কামালউদ্দিন। উপস্থাপনায় ছিলেন ফিরোজ আহমেদ ইকবাল ও সুবর্না নাওয়াদীর।
বিডি প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৭/আরাফাত