ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাজধানীর মালিবাগের আবুল হোটেলের পাশের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, সোমবার বিকেল ৪টার দিকে ওই গোডাউনে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৪টি, পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখনো নিশ্চিত করতে পারেননি এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ১৮ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান