সদ্য প্রয়াত চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে মেজবান খেতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চকবাজার থানার ওসি নুরুল হুদা জানিয়েছেন, সোমবার দিবাগত রাত ১১টার দিকে নিহত ঝন্টু দাসের ভাই অরুন দাস চকবাজার থানায় এ মামলাটি দায়ের করেন।
এর আগে সোমবার মহিউদ্দিন চৌধুরীর কুলখানি খেতে গিয়ে রীমা কমিউনিটি সেন্টারের ঢালু স্থানে নামতে গিয়ে পদদলিত হয়ে ১০ জন প্রাণ হারান। এ সময় আরও অর্ধশত ব্যক্তি আহত হন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৩টায় ইন্তেকাল করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিডিপ্রতিদিন/ ১৯ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান