রাজধানীর উত্তরায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম রাকিব হোসেন, বয়স ২২ বছর। মঙ্গলবার সকাল ৮টার উত্তরা ১৮নম্বর সেক্টরের একটি ১৬তলা নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে রাকিবের সহকর্মী ইসমাইল হোসেন জানান, ওই নির্মাণাধীন ভবনে থেকেই কাজ করতো রাকিব। সকালে ১৪তলায় সিড়ির কাজ করতে গিয়ে মাচা ভেঙে নিচে পড়ে যায় রাকিব। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
রাকিব হোসেন চাপাইনবাবগঞ্জের শীবগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের জহির মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ