তারল্য ব্যবস্থাপনায় ব্যর্থতার দায়ে ফারমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীমকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত চিঠি ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
গত ২৭ নভেম্বর ফারমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের পাশাপাশি অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীও পদত্যাগ করেন।
ওই সময়েই এমডি এ কে এম শামীমকে অপসারণের নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী তাকে অপসারণে কেন্দ্রীয় ব্যাংক থেকে চিঠি পাঠানো হয়। সাত দিনের মধ্যে শামীমকে এমডি পদ থেকে কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে। চিঠিতে দুটি কারণ উল্লেখ করে বলা হয়েছে, ব্যাংকটিতে (ফারমার্স ব্যাংক) তারল্য ব্যবস্থাপনায় এমডি ব্যর্থ হয়েছেন। এ কারণে নগদ জমা বা সিআরআরের এবং সংবিধিবদ্ধ জমা বা এসএলআরের অর্থ রাখতে ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না মেনে ব্যাংকটি ঋণ বিতরণ করেই চলছে।
বিডি প্রতিদিন/১৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা